Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

টিকা প্রদান, জীবনিরাপত্তা, জাত উন্নয়ন, খামার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, কৃমিমুক্তকরণ, ঘাষ চাষ সহ খামারীদের সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। গবাদি প্রাণি ও হাঁস-মুরগির বিভিন্ন সংক্রামক ব্যাধির কুফল এবং খামারী বা পারিবারিক ভাবে পালনকারী কৃষকদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবানা অনেকাংশে হ্রাস পায়। ফলে উক্ত খামারী বা উক্ত পরিবারিবারিক ভাবে পালনকারী কৃষক প্রশিক্ষণ লাভের মাধ্যমে গবাদি প্রাণি ও হাঁস-মুরগির রোগ ব্যধি সম্পর্কে জানতে পেরে তাদের প্রাণিদের সময় মত টিকা প্রদান ও কৃমিমুক্তসহ বিভিন্ন সংক্রামক, ভাইরাস ও ব্যাকটেরিয়াল বিভিন্ন রোগ ব্যধি সম্পর্কে অগ্রীম করণীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের  প্রাণি সমূহ উক্ত রোগ ব্যধি থেকে মুক্ত রেখে আর্থিক ভাবে লাভবান হয়। প্রাণি সম্পদ বিভাগ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে।